শফিক রেহমানের বাসা ও সংগ্রাম অফিসে বোমা হামলা
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের বাসা ও দৈনিক সংগ্রাম কার্যালয়ে পেট্রল বোমা হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। সোমবার রাতে মোটরসাইকেলে আসা কয়েকজন দুষ্কৃতকারী ইস্কাটন গার্ডেন রোডে শফিক রেহমানের বাসা ও মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয়ে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সংগ্রাম কার্যালয়ের সামনে আগুন ধরে যায়। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকা থেকে ১০-১৫টি মোটরসাইকেলে আসা একদল মুখোশধারী দুষ্কৃতকারী দৈনিক সংগ্রাম কার্যালয়ে পরপর চারটি পেট্রল বোমা হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এর মধ্যে দু’টি বোমা গেটের সামনে ও দু’টি ভেতরে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। গেটে ডিউটিরত পাহারাদার ও অন্য কর্মচারীরা চেষ্টা চালিয়ে আগুন নেভান। এর আগেই কিছু আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনার পরপরই দুষ্কৃতকারীরা ইস্কাটন গার্ডেন রোডে সাংবাদিক শফিক রেহমানের বাড়ির বাউন্ডারির ভেতরে চারটি পেট্রল বোমা হামলা করে পালিয়ে যায়। এ সময় সেখানে আগুন ধরে গেলে সিকিউরিটি গার্ড ও অন্যরা তা নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।
শফিক রেহমান জানান রাত ১২ টার পর ৬টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি অভিযোগ করেন এসব বোমা নিক্ষেপের ঘটনা আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের আবিস্কার।
ফায়ার সার্ভিস জানায়, তাদের গাড়ি পৌঁছার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ব্যাপারে রমনা থানা পুলিশ কিছুই জানেন না বলে জানান ডিউটি অফিসার।