বিশ্বকাপ ট্রফি উপলক্ষে বাফুফের র্যালি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও কোকাকোলার যৌথ উদ্যোগে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। বিশ্বকাপ ট্রফি প্রদর্শন উপলক্ষে গতকাল বাফুফে ভবনের সামনে থেকে সভাপতি কাজী মো: সালাউদ্দিনের নেতৃত্বে একটি র্যালি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেটে এসে শেষ হয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে র্যালি প্রেস কাব পর্যন্ত যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। র্যালিতে ছিলেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও কর্মকর্তা, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়সহ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল খেলোয়াড়, বাফুফে অন্তর্ভুক্ত কাবগুলো এবং সব ফুটবলামোদী।