ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বিবৃতি
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর-পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ডিফেন্স টিমের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞরা এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, যে আইনের অধীনে আবদুল কাদের মোল্লার বিচার হয়েছে তা ত্রুটিপূর্ণ। যেসব দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, তারাও আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকতে সরকারকে অনুরোধ করেছিলেন। আমরা সুস্পষ্ট বলছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়গুলো ছিল ভুল। আবদুল কাদের মোল্লার সমর্থকদের অনুভূতির প্রতি আমরা সহানুভূতিশীল এবং শান্তিপূর্ণভাবে তাদের শোক প্রকাশের অনুরোধ করছি। কারণ একটি ভুল আরেকটি ভুলকে ন্যায্যতা দিতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার। জনগণকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।