মহান বিজয় দিবসে ছাত্র মজলিস সিলেট মহানগরীর আলোচনা সভা
খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান বলেছেন, স্বাধীনতার আজ ৪৩ বছর পূর্ণ হয়েছে। আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে স্বীকৃতি পেলেও স্বাধীনতা উত্তর যে স্বাধীনতা দেশের মানুষের কাছে আসার কথা ছিল তা এখনোও আসেনি। যারা দেশের কর্ণধার, দেশের স্বাধীনতার কথা বলেন, মানুষের কথা বলেন, তারাই আবার নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশকে এক অনিশ্চিত ভবিষ্যৎ-এর দিকে ঠেলে দিচ্ছে। ফলে আজ বিজয়ের দিনেও মানুষের শরীর থেকে রক্ত ঝরছে। আজও মানুষকে তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হচ্ছে ক্ষতাসীন সরকারের সাথে। যা কখনো কাম্য নয়। মানুষের ভাষা আজ বাকরুদ্ধ, স্বাধীনতা বিপর্যস্থ, অধিকার উপেক্ষিত। মানুষ দিনাতিপাত করছে নানা আতঙ্কে ও সংকটের মধ্য দিয়ে। দেশের নানা রাজনৈতিক সংকটের কারনে আমাদের এ প্রিয় দেশ আজও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেনি।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি জাবেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ মুজিবুর রহমানের পরিচালনায় ১৬ ডিসেম্বর সোমবার মহানগর মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম, পূর্ব জেলা সেক্রেটারী মুহাম্মদ তাহের আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাহীন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন, পূর্ব জেলা অফিস ও পাঠাগার সম্পাদক আহমদ মাহফুজ আদনান, এমসি কলেজ সেক্রেটারী মুহাম্মদ শাবাজ মিয়া, মদন মোহন কলেজ সভাপতি আফজাল হোসাইন কামিল, দক্ষিণ সুরমা কলেজ সভাপতি মুহাম্মদ এনামুল হক, বেসরকারী বিশ্ববিদ্যালয় সভাপতি সৈয়দ মানছুরুল হাসান, বাহাউদ্দিন আরমান, সালেহ আহমদ সায়েম, মাসুম আহমদ, মুহাম্মদ সালাহ উদ্দিন, মোকাদ্দাস হোসেন খান, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।