সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলীকে (৬৫) পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় লোকেরা। নিহত মোসলেম আলী যৌথবাহিনীর সহযোগিতায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাঁচাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী (৫০) ও আওয়ামী লীগ কর্মী দিদার মোড়ল (২৮)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার মুকুন্দমধুসুধনপুর চৌমুহনী এলাকায়। নিহত মোসলেম আলী উপজেলার চাঁচাই গ্রামের মৃত রুপাই মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর চৌমহনী বাজারে অবস্থিত জামায়াত নেতা মোশারাফ হোসেন ও বাহারুল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। পরে যৌথবাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নে প্রবেশের কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতা মোসলেম আলীকে নিয়ে কৃষ্ণনগর থেকে একটি মোটরসাইকেলে হাসেম আলী ও দিদার মোড়ল ফিরছিলেন। তারা চৌমুহনী এলাকায় পৌছানোর পর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে নেতৃত্ব দেয়ার কিছু লোক তাদেরকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। এসময় গুরুতর আহত অবস্থায় হাসেম আলী ও দিদার মোড়ল পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে মোসলেম আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, বিজিবি, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।