দশম সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করে লাভ নেই : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দশম সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করে আর লাভ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংলাপ দরকার, তবে তা হতে পারে একাদশতম নির্বাচন সম্পর্কে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
সুরঞ্জিত বলেন, মহাজোটের ১৫৪ জন নির্বাচিত হয়ে গেছে। এখন মহাজোট ইচ্ছে করলে আবারো সরকার গঠন করতে পারে। তাই এই অবস্থায় আর দশম সংসদ নির্বাচন নিয়ে আলাপ করে কোনো লাভ নেই।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর সম্পর্কে তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি রেজুলেশন পাস করা হয়েছে। যেখানে এটিকে একটি জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দু:খজনক। আমি এর নিন্দা জানাই। পাশাপাশি সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যাবস্থা নিতে অনুরোধ জানান তিনি।