ডায়ানাকে হত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই : ব্রিটিশ পুলিশ
প্রিন্সেস ডায়ানাকে হত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। সোমবার ব্রিটিশ পুলিশ জানায়, তারা ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর ব্যাপারে নতুন তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষ করেছে। তবে এক্ষেত্রে তারা ডায়ানাকে হত্যার ‘বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ’ খুঁজে পায়নি।
স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ হেডকোয়ার্টার গত আগস্টে জানায়, তারা প্রিন্সেস ডায়ানা ও তার ছেলে বন্ধু দোদি ফায়েদের মৃত্যুর ব্যাপারে সমপ্রতি প্রাপ্ত তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করছে। এতে অভিযোগ করা হয়, ডায়ানাকে একজন ব্রিটিশ সামরিক ব্যক্তি হত্যা করেছে।
সোমবার পুলিশ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মেট্রোপলিটন পুলিশ সার্ভিস এ ধরনের তথ্যের সম্ভাব্যতা যাচাই করে দেখছে।
বিবৃতিতে বলা হয়, এ তথ্য যাচাইয়ের কাজ এখন শেষ। এ ব্যাপারে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।
উল্লেখ্য, ডায়ানা ও ফায়েদ ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের একটি ভূগর্ভস্থ সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত হন। এ সময় তাদের চালক হেনরি পলও মারা যান।