রাজধানীতেও শুরু হচ্ছে যৌথ অভিযান
রাজধানীতেও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু করার কথা জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের মিন্টো রোডস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার বাইরে সহিংসতাকারীদের গ্রেফতারে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান হয়েছে, ঢাকায়ও এমন অভিযান চালানো হতে পারে।
এছাড়াও মতিঝিল এলাকায় গত ১৩ ডিসেম্বর গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তিন জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
তিনি জানান, তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা করে মতিঝিলের ঘটনায় গত ১৫ ডিসেম্বর ১১ জনের ছবি দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পুলিশ।
মনিরুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছে। এর মধ্যে তিনজনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। এসব তথ্য যাচাই শেষে তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে।