তৃতীয় মেয়াদে জার্মান চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা মারকেল
তৃতীয় মেয়াদে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেলা মারকেল। জার্মানির জাতীয় সংসদের নিম্নকক্ষ বান্ডেস্ট্যাগে ভোটাভুটির মাধ্যমে তিনি নির্বাচিত হন। এর মাঝদিয়ে মারকেলের নেতৃত্বে নতুন জোট সরকার গঠনের চূড়ান্ত ব্যবস্থা পাকাপোক্ত হলো।
জার্মানিতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে গত ২২ বছরের মধ্যে মারকেলের কনজারভেটিভ দল সবচেয়ে ভালো করেছে। তারপরও অন্য কয়েকটি দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা দীর্ঘায়িত হওয়ায় সরকার গঠনে দেরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাট দল গত সপ্তাহে চূড়ান্তভাবে জোট সরকার গঠনে রাজি হয়েছে।
নির্বাচনে ক্ষমতাসীন দলগুলো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মারকেলকে চ্যান্সেলর নির্বাচিত করার জন্য ভোটাভুটির বিষয়টি ছিল নিতান্তই আনুষ্ঠানিকতা। এতে মারকেল পেয়েছেন ৪৬২ জন সংসদ সদস্যের ভোট, তার বিরুদ্ধে ভোট পড়েছে ১৫০টি এবং ৯ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।