ট্রফিটি দেখলেন, ছবি তুললেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার ফিফা বিশ্বকাপ-এর আসল ট্রফিটি দেখলেন, সেই সাথে ট্রফিটির সাথে ছবি তুলেন তিনি। ফিফা ও বাফুফে কর্মকর্তারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩৬ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘের এই স্বর্ণের ট্রফিটি উন্মুক্ত করেন। পরে প্রধানমন্ত্রী ট্রফির সঙ্গে ছবি তোলেন। অন্যান্যের মধ্যে বাফুফে সভাপতি কাজী মো: সালাউদ্দিন, জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে ফিফার একটি প্রতিনিধিদল একটি ভাড়া করা বিমানে বিশ্বকাপ ট্রফিটি সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় নিয়ে আসেন। গত ১২ সেপ্টেম্বর রিও ডি জেনিরিও থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়। ৮৮টি দেশে এই ট্রফি যাবে। বাংলাদেশে তিনদিন অবস্থান করার পর আগামী ২০ ডিসেম্বর এটি ভুটানে যাবে।
ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব সফরের অংশ হিসেবে এটি এখন বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে), ফিফা এবং ফিফার কর্পোরেট পার্টনার কোকাকোলা’র কর্মকর্তাদের ৪৫ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে ট্রফিটি প্রধানমন্ত্রীকে দেখাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে নিয়ে যান।