চলন্ত বাসকেও হারল মানাল বোল্ট !
অপ্রতিরোধ্য গতিমানব বোল্ট, এবার মহাসড়কে দৌড়ে হার মানিয়ে দিলেন যন্ত্রকেও! বোল্টের ‘প্রতিপক্ষ’ ছিল একটা যাত্রীবাহী বাস। কিন্তু কখনই হার না মানা বোল্ট, এবারও হার মানলেন না! ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় তিনি ঘটালেন এই কাণ্ড।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বিখ্যাত ৯ডি জুলিও সড়কে হলুদ রং-এর বাসের সঙ্গে ৮০ মিটার দৌড়ালেন গতিমানব। বিশ্বের সবচেয়ে প্রশস্ত সড়কে এ দৌড় প্রতিযোগিতায় বোল্ট হারিয়ে দিলেন বাসটিকে। ফিনিশিং লাইনের ফিতা স্পর্শ করার পরে হেরে যাওয়া বাসচালকের সঙ্গে কুশল বিনিময় করলেন, এবং তাঁর সেই বিখ্যাত স্টাইলে ছবিও তুললেন।
অলিম্পিকে রেকর্ড ছয়টি সোনাজয়ী গতিদানব দক্ষিণ আমেরিকা দেশ আর্জেন্টিনা সফর করছেন। আর্জেন্টিনা সফরের মূল উদ্দেশ্য ছিলো দক্ষিণ বুয়েনস এইরেসের ছোট্ট শহর লস পিলেটোনসের শিশুদের একটি কোচিং ক্লিনিকে যাওয়া।
দৌড় শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন আমার একটাই লক্ষ্য, রিও অলিম্পিক ২০১৪। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”