কাদের মোল্লার মৃত্যুদণ্ডে ইউরোপীয় পার্লামেন্টের দুঃখ প্রকাশ

EUজামায়াতে ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর করায় দুঃখপ্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। পার্লামেন্টের দক্ষিণ এশিয় ডেলিগেশন চেয়ারম্যান জেইন লামবার্ড বুধবার এক বিবৃতি বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভিকটিমদের প্রতিকার দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে যুদ্ধাপরাধের জন্য আইসিটিতে বিচার করা সাতজনের মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় আমরা উদ্বিগ্ন। আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর না করতে এবং আইসিটির আওতায় মৃত্যুদন্ডণ্ডদেশ না দেয়ার জন্য দক্ষিণ এশিয় ডেলিগেশনের পক্ষে আমি আহ্বান জানাচ্ছি। এ ধরনের পদক্ষেপ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।
বিবৃতিতে তিনি বলেন, দুঃখজনকভাবে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সৃষ্ট সহিংসতায় বেশ কিছু বেসামরিক ব্যক্তির প্রাণহানি প্রত্যক্ষ করেছি। এটি এমন একটি সময় ঘটছে যখন নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে বাংলাদেশের শান্ত থাকা প্রয়োজন।
সূত্র : কুয়েত নিউজ এজেন্সি (কুনা)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button