আগুনে পুড়ে গেছে মানিকছড়ি থানার অস্ত্রাগারসহ পুলিশ ব্যারাক

খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সকাল ৬টা ৫০ মিনিটে থানার পুলিশ ব্যারাকের অস্ত্রাগার সংলগ্ন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই আগুন পাশের রুমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে পুলিশ নিজের অস্ত্র ছাড়া কিছুই বের করে আনতে পারেনি। তাদের ব্যাড-ব্যাডিং, ট্রাংক ও প্রয়োজনীয় কাগজপত্র সবকিছুই পুড়ে গেছে।
এদিকে আগুন লাগার দেড় ঘন্টা পর রামগড় ও ফটিকছড়ি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী পুরো থানা এলাকায় নিরাপত্তা জোরদার করে রেখেছে।
থানার ওসি কেবশ চক্রবর্তী জানান, এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হচ্ছে না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শন করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button