যেকোনো মূল্যে গ্রেফতারকৃত কূটনীতিককে ফিরিয়ে আনার অঙ্গীকার ভারতের
নিউইয়র্কে গত সপ্তাহে গ্রেফতার হওয়া ভারতের নারী কুটনীতিককে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছে দেশটি। এর আগে ভারত তার সঙ্গে অপমানকর আচরণের কারণে দিল্লীতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের সুযোগ-সুবিধা কমিয়ে দিয়েছে। মঙ্গলবার দিল্লিতে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী অনেকটাই তুলে নেয়া হয়েছে। শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয়, রাজনৈতিকভাবেও বার্তা দিতে সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাতিল করেছেন রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদী, সকলেই।
গত বৃহস্পতিবার নিউইয়র্কে ভারতের কনস্যূলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়কে বিবস্ত্র করে দেহ তল্লাশির পর হাজতে পাঠানো হয়। দেবযানীর বিরুদ্ধে জাল ভিসার সাহায্যে সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয় পরিচারিকাকে আমেরিকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন।
পরে আড়াই লাখ মার্কিন ডলারের বিনিময়ে জামিন পান দেবযানী।
পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ভারতের পার্লামেন্টকে বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে আনা এবং তার মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব। আমি যেকোনো মূল্যে তা করবো।’