পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচী পালন করল গণজাগরণ মঞ্চ

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন অভিমুখে গণজাগরণ মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে গুলশান এভিনিউতে মিছিলটিকে আটকে দিলে গণজাগরণ মঞ্চ কর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। মিছিলকারীরা পুলিশ ও র‌্যাবের ব্যারিকেড ভেঙ্গে হাইকমিশনের খুব কাছাকাছি অবস্থান নেয়। এতে  গণজাগরণ মঞ্চের ১ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে এখানে কিছুক্ষন অবস্থানের পর মিছিল নিয়ে ফিরে যায় গণজাগরণ মঞ্চ।
বিকালে শাহরিয়ার কবীর, তারানা হালিম, অধ্যাপক ড. রতন সিদ্দিকী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণজাগরণ মঞ্চের কর্মীরা পাকিস্তান হাইকমিশন অফিস অভিমুখে যাত্রা করেন। কিন্তু গুলশান এভিনিউ পর্যন্ত গেলে পুলিশ তাদের বাধা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় বাধার মুখে গণজাগরণ মঞ্চের কয়েকজন উশৃঙ্খল কর্মী র‌্যাব সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়। পরে তারা ব্যারিকেড ভেঙ্গে হাইকমিশনের কাছাকাছি চলে যায়। এখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ফিরে যায়।
প্রসঙ্গত, গত সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে প্রস্তাব পাসের প্রতিবাদে ঢাকায় পাকিস্তানী হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button