গ্রেফতার এড়াতে আদালতে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন
ফেসবুকে মন্তব্যের জেরে এবার গ্রেপ্তারের আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বাংলাদেশী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। কিছুদিন আগে তিনি দিল্লীতে বসে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তর প্রদেশের ধর্মীয় নেতা মওলানা তাকির রেজা খানের সঙ্গে এক বৈঠক নিয়ে ফেসবুকে কিছু মন্তব্য করেন।
প্রসঙ্গত, মওলানা তাকির রেজা খানের সঙ্গে তসলিমার বিরোধ দীর্ঘদিনের । এই ধর্মীয় নেতাই ২০০৭ সালে তসলিমার মাথার দাম ৫ লাখ টাকা ধার্য করে ঘোষণা করেছিলেন। গত ৪ ডিসেম্বর ফেসবুকে করা মন্তব্যকে ঘিরে উত্তরপ্রদেশের বেরিলি থানায় একটি এফআইআর করা হয়। অভিযোগকারী তার এফআইআরে, তসলিমার মন্তব্যকে বেআইনি বলে দাবি করেন। এরপরই গ্রেফতারের আশঙ্কার কথা জানান তসলিমা। যে কারণে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সথাশিবম ও বিচারপতি রঞ্জন গোগইয়ের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন করেন।
এ অভিযোগ প্রসঙ্গে তসলিমা জানিয়েছেন, তথ্য প্রযুক্তি আইনের ৬৬এ ধারা অনুযায়ী এফআইআর করা হয়েছে। এই ধারাটি ব্যক্তি স্বাতন্ত্র্য ও মত প্রকাশের বিরোধী, যা নিয়ে সুপ্রিম কোর্টে বহু মামলা রয়েছে।