৩০ পাউন্ডে ট্যাবলেট

UbiSlate 7Ciমাত্র ৩০ পাউন্ডেই কেনা যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার। ‘ইউবিস্লেট ৭ সিআই’ মডেলের ট্যাবলেটটি এরই মধ্যে যুক্তরাজ্যে বিক্রিও শুরু হয়েছে। ‘ডাটাউইন্ড’ নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সাত ইঞ্চি পর্দার এ ট্যাবলেটে ইন্টারনেট ব্যবহার করা যায়। একবার চার্জে টানা তিন ঘণ্টা চলতে সক্ষম ট্যাবলেটটিতে আছে ৫১২ মেগাবাইট র‌্যাম, চার গিগাবাইট হার্ডডিস্ক এবং ইউএসবি সুবিধা। এটি দিয়ে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক টিউটরিয়াল, ভিডিও দেখার পাশাপাশি গেইমও খেলতে পারবে। ডাটাউইন্ডের প্রধান সুনিত সিং তুলি জানান, স্বল্প মূল্যে সবার কাছে ইন্টারনেটের সুফল পৌঁছে দিতেই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে।
২০১১ সালে ভারতের শিক্ষার্থীদের জন্য ‘আকাশ’ নামের প্রথম স্বল্প মূল্যে ট্যাবলেট কম্পিউটার তৈরি করে ডাটাউইন্ড। প্রথম সংস্করণটি তেমন জনপ্রিয়তা না পেলেও ‘আকাশ ২’ সফলতা পায়। বিশ্লেষকদের কেউ কেউ ‘ইউবিস্লেট ৭ সিআই’কে ‘আকাশ ২’-এরই বাণিজ্যিক সংস্করণ বলছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button