লন্ডনে যেতে বাধ্য হয়েছি : ববি হাজ্জাজ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ তার ফেইসবুকে পোস্টের মাধ্যমে দাবি করেছেন, ২০ ঘণ্টা আটকে রাখার পর হুমকির মুখে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বলছে, তাদের কিছুই জানা নেই।
এদিকে জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি উইংয়ের কমিউনিকেশনস অফিসার তারেক মোর্তজা মঙ্গলবার বলেন, তিনি লন্ডনে গেছেন। তবে কি কারণে সেখানে গেছেন আমি তা জানি না।
ববির ঘনিষ্ঠ সূত্র জানায়, দুদিন আগে র্যাব কর্মকর্তারা ববির বাসায় গেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গুঞ্জন ওঠে। এরপর সোমবার বিকালে হঠাৎ যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন ববি হাজ্জাজ।
হাজ্জাজের নামে এক ফেইসবুক পেইজে বলা হয়, তাকে ২০ ঘণ্টার বেশি আটকে রাখা হয়েছে। সব বিবৃতি প্রত্যাহার করে আড়ালে যেতে বলা হয়েছে। না হলে সরকারের রোষানলের মুখে পড়তে হবে বলে হুমকি দেয়া হয়েছে। আর এ সবই করা হয়েছে ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠ প্রার্থীর বিজয়ী হওয়ার একটি নির্বাচনের সমালোচনা করার জন্য।
এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও কোনো কারণ ছাড়াই তা গ্রহণ করা হয়নি এমন দাবি করে পোস্টে বলা হয়, এ নির্বাচন প্রহসনের। আমাদের জনগণের মুখে চপেটাঘাত করা হচ্ছে।