এলজির নতুন স্মার্টফোন জিএক্স
বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ও নকশার স্মার্টফোন তৈরি করছে দণি কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। বর্তমানে নমনীয় স্মার্টফোনের ডিসপ্লে তৈরিতে কাজ করছে এলজি। এর আগে গত সেপ্টেম্বর মাসে জিফেক্স নামে বাঁকানো ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন বাজারে এনেছে এলজি। সম্প্রতি এলজি বাঁকানো ডিসপ্লের জিফেক্সের পর এবার ‘জিএক্স’ নামে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের একটি এন্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন বাজারে এনেছে। জিএক্স স্মার্টফোনটি বাজারে আনার মাধ্যমে ‘জি’ সিরিজকে আরো সমৃদ্ধ করল এলজি। এর আগে জি-সিরিজে জিপ্রো ও জি২ ও জিফেক্স স্মার্টফোন এনেছে এলজি।
এলজি কর্তৃপ জানিয়েছে, জিএক্স স্মার্টফোনটিতে রয়েছে উন্নত রেজুলেশনের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে ও কোয়াড কোরের স্ন্যাপড্রাগন প্রসেসর, যা দ্রুতগতিতে প্রসেসিং করতে পারে। এন্ড্রয়েডের জেলি বিন সংস্করণের অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোনটিতে রয়েছে ১৩ ও ২.১ মেগাপিক্সেলের ক্যামেরা, ৩২ গিগাবাইট স্টোরেজ, দুই গিগাবাইট র্যাম। দীর্ঘণ চার্জ ধরে রাখার জন্য স্মার্টফোনটিতে ৩১৪০ অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফোরজি, ব্লুটুথ ৪.০, ইউএসবি ২.০ ও এনএফসির মতো সুবিধাও রয়েছে এই স্মার্টফোনটিতে। সাদা ও কালো রঙে এ স্মার্টফোনটি বর্তমানে কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। বর্তমানে স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের মধ্যে রয়েছে এলজি।