সিরিয়ায় যুদ্ধে হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো
সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধে হতাহতের সংখ্যা এতই বেশি যে সেখানকার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে ডাক্তারদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ। সংস্থাটি বলছে, হেলিকপ্টার থেকে বোমা ফেলা হচ্ছে। তাতে হতাহতের সংখ্যা এতই বেশি যে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেবা ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে।
গত রোববার থেকে নতুন করে সংঘর্ষে শতাধিক নিহত হয়েছেন। বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর এলাকাগুলোতে মঙ্গলবারও যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে সরকারী বাহিনী।
গতকালের আক্রমণে শার ও মাদী এলাকায় দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইংল্যান্ড-ভিত্তিক অ্যক্টিভিস্ট গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এছাড়া সোমবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় তিনটি এলাকায় যখন বিমান থেকে ব্যারেল বোমা ছুঁড়ে হামলা করা হয়, সেদিনের আক্রমণে ২৮ জন শিশুসহ অন্তত ৭৬ জন মারা গেছেন বলে জানা গেছে।
জাতিসঙ্ঘের মহাসচিব বান কি-মুন সোমবারের এ হামলার ঘটনাকে “কল্পনারও বাইরে খারাপ পরিস্থিতি” বলে উল্লেখ করেছেন। তিনি সরকার ও বিরোধী পক্ষ উভয় দলকেই হামলা বন্ধ করার আহ্বান জানান। তিন দিন ধরে টানা এ হামলার ঘটনায় আলেপ্পোর হাসপাতালগুলোতে ক্রমাগত বাড়ছে মৃত মানুষের সারি। অন্যদিকে হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ছুটে আসছে আহত মানুষের ভিড়। বিভিন্ন হাসাপাতালের কর্তৃপক্ষ জানায়, এ অবস্থায় চিকিৎসা দেয়া দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু হাসপাতালগুলোতে জীবনরক্ষাকারী ওষুধেরও সঙ্কট দেখা দিয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।