‘স্ত্রীকে জীবনেও মারধর করবো না’ যুক্তরাষ্ট্রে আ’ লীগ নেতার মুচলেকা
যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী পুলিশের কাছে মুচলেকা দিয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ‘স্ত্রীকে জীবনেও আর মারধোর করবেন না’-এমন মুচলেকা দিয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
গত ১০ ডিসেম্বর ভোর রাত ৪টায় নিউইয়র্ক সিটির কুইন্সের রিচমন্ড হিল এলাকায় ১০২-৪৫ ৮৮ এভিনিউতে অবস্থিত বাসা থেকে পুলিশ গ্রেফতার করে মোহাম্মদ ইলিয়াস নামক এক ব্যক্তিকে। স্ত্রী ইয়াসমীন ফাত্তাহকে মারধোরের অভিযোগ পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। গ্রেফতারের পর জানা যায় যে, মো: ইলিয়াস হচ্ছেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী। এটি তার অফিসিয়াল নাম নয়। অর্থাৎ দু’নামে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে ১৭ ডিসেম্বর জানানো হয়, গ্রেফতারের পরদিন তাকে জামিনে মুক্তি দেয়া হয়। এরপর মামলার শুনানীর তারিখ ছিল ১৩ ডিসেম্বর। ওই দিনই তিনি আদালতে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করেন এবং আদালতে মুচলেকা দিয়েছেন যে, জীবনে আর কখনোই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন না। এ ধরনের শর্তে মামলা (নম্বর কিউ১৩৬৭৪১৬১) থেকে অব্যাহতি পেয়েছেন মোহাম্মদ ইলিয়াস তথা তারিকুল হায়দার চৌধুরী।
উল্লেখ্য, ১৮ মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে তারিকুল হায়দার চৌধুরী নামে তিনি উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার আরেকটি নাম রয়েছে সেটি এর আগে কেউই জানতেন না।