প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডা
কানাডার মধ্য ও পূর্বাঞ্চলে প্রবল তুষার ঝড়ের কারণে অন্টারিও থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত বিমান চলাচলসহ প্রায় সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দেশটির আবহাওয়া দফতরের ইস্যুকৃত এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রোববারের তুষারঝড়ের কারণে কিছু কিছু এলাকায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। ঝড়ের কারণে বিমান চলাচল করতে পারছে না। টরেন্টো, অটোয়া, মন্ট্রিল ও হালিফ্যাক্সসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বরফের কারণে সড়ক যোগাযোগও বাধাগ্রস্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় অন্টারিও এলাকায় শনিবার সন্ধ্যা থেকে তুষারপাত শুরু হয়। এরপর তুষারপাত টরেন্টো ও অটোয়াসহ নিউফাউন্ডল্যান্ড ও ল্যাবরাডর পর্যন্ত ছড়িয়ে পড়ে।