জাপানে রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা
জাপানের প্রাচীন শহর কিয়োটোর নামকরা খাবার ডামপ্লিংয়ের রেস্তোরাঁ চেইনের মালিককে গুলি করে হত্যা করা হয়েছে। সাঙ্কেই শিম্বুন পত্রিকা জানিয়েছে, সকাল ৭টার দিকে কিয়োটোতে কোম্পানির সদর দফতরের সামনের পার্কিং লটে তাকাইউকি ওহিগাশিকে (৭২) রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।
সরকারি সমপ্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে অন্তত ৩টি জখমের চিহ্ন রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় তাকে বেশ কয়েকটি গুলি করা হয়।
ওহিগাশি ‘গিওজা নো ওশহো (ডামপ্লিংয়ের রাজা) রেস্তোরাঁ চেইনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি জাপানব্যাপী ৬৫০টির বেশি রেস্তোরাঁ পরিচালনা করতেন। তিনি বিদেশেও প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি শাখা পরিচালনা করতেন। ডামপ্লিং মাংস ও সবজি দিয়ে তৈরি এক ধরনের সুস্বাদু খাবার।