অবরোধের শেষদিনে নগরীতে জামায়াত-শিবিরের মিছিল

চতুর্থ দফায় ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা অবরোধের শেষদিনে বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। পুলিশ এসে তাদের সরিয়ে দিতে গেলে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। সেখানে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এরপর তারা ব্যানার ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এ সময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়।
সকাল ৯টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোডে ঢাকা কলেজ ছাত্রশিবির একটি মিছিল বের করে। ঢাকা কলেজ সভাপতি সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে মিছিলটি কিছুদূর এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সরে পড়ে।
সকাল সাড়ে ৮টার দিকে মগবাজার রেলগেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেছে রমনা থানা জামায়াতের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইফসুফ আলী মোল্লা, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনির উদ্দিন মনি, আশ্রাফ উদ্দিন সাইয়েদ যোবায়ের প্রমুখ।
এছাড়া মালিবাগ, মিরপুর, যাত্রাবাড়ী এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবির কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।
অবরোধে রাজধানী ঢাকায় গণপরিবহন কম থাকায় সকালেই দুর্ভোগে পড়েছেন কর্মমুখী মানুষ। সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাজধানীর অভ্যন্তরে প্রচুর রিক্সা ও অটোরিক্সা চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিন থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করছে ১৮ দল। তফসিল ঘোষণার পর গত ২১ দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১২৩ জনের বেশি প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button