মানুষ হত্যা বন্ধ করলে দশম নির্বাচনের পর সংসদ ভেঙে নির্বাচন দেয়া হবে : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বিরোধী দলের সাথে সমঝোতা হলে ওই সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দেয়া হবে। তবে তার আগে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল অবরোধসহ নৈরাজ্যকর কর্মসূচি বর্জন ও মানুষ হত্যা বন্ধ করতে হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেন, উনি নির্বাচনের ট্রেন মিস করেছেন। নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ নির্বাচনে বিএনপির ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তাই অবরোধের খেলা বন্ধ করুন। আর হরতাল অবরোধ বন্ধ না করলে জনগণের জান মালের নিরাপত্তায় আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, বিরোধী দলের সাথে আলোচনা চলছে, চলবে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। নির্বাচনের পরেও আলোচনা হবে। আর আলোচনা ফলপ্রসূ হলে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দেয়া হবে।