সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ ছাত্রলীগ কর্মী বহিস্কৃত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) একোয়া কালচার বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন কর্মীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাইস চ্যান্সেলরের বাসভবন এক ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ করেছে সিকৃবি ছাত্রলীগ।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ তালুকদার ৩ ছাত্রলীগ কর্মীকে বহিস্কার করেন। এরা হলো- ছাত্রলীগ কর্মী প্রতীক কুমার মজুমদার, মামুন হাসান জনি ও গৌতম পাল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচর নতুন বাজার এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী একোয়া কালচার বিভাগের প্রভাষক আমিনুর রশীদকে লাঞ্ছিত করে। পরে প্রক্টর এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বুধবার থেকে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ক্লাস বর্জন শুরু করেন। ফলে বৃহস্পতিবারও ওই অনুষদের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।