রাজপুত্রের মুখ দেখলেন উইলিয়াম-কেট

UKদীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে বৃটেন ও বিশ্ববাসী যেন রূপকথার সেই রাজপুত্রের মুখ দেখতে পেলো। ঠিক যেমনটি আশা করছিলেন সেন্ট ম্যারি’স হাসপাতালের বাইরে অপেক্ষমাণ শ’ শ’ উৎসুক মানুষ, সেভাবেই তাদের চমক দিলেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ উইলিয়াম-কেট দম্পতি। পশ্চিম লন্ডনের ওই হাসপাতাল থেকে ফুটফুটে নবজাতককে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলেন তারা। হাসপাতালের চিকিৎসক, কর্মচারী, বাইরে অপেক্ষমাণ জনতা সবাই অভিনন্দন ও শুভকামনা জানালেন রাজ-দম্পতিকে। উষ্ণ ভালবাসায় বরণ করলেন ভবিষ্যতের রাজাকে। কেট সন্তানকে কোলে নিয়ে বললেন, এটা বিশেষ এক মুহূর্ত। উভয়ই বললেন, তাদের এ অভিজ্ঞতা অত্যন্ত আবেগময়। মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটের দিকে উইলিয়াম ও কেট যখন হাসপাতালের বাইরের সিঁড়িতে পা রাখলেন, তাদের চেহারায় ছিল প্রসন্নতার ছাপ। বহু ফটোগ্রাফার তাদের ছবি তুললেন। একটি সাদা নরম শালে জড়ানো শিশুটিকে উইলিয়ামের কোলে দিলেন কেট। একসঙ্গে তারা সামনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। প্রিন্স উইলিয়াম বললেন, নবজাতকের কি নাম রাখা যায়, তারা সেটা নিয়ে ভাবছেন। এরপর কেট ও সন্তানকে নিয়ে উইলিয়াম গাড়ি চালিয়ে কেনসিংটন প্রাসাদে যান। প্রাসাদের বাইরে তাদের অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিল উৎসুক জনতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মজার ব্যাপার হলো, প্রথমে উইলিয়ামই বাচ্চার ন্যাপি পরিবর্তন করেছেন। এদিকে এর আগে বিকালে প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়াল ও কেটের পিতামাতা হাসপাতালে নবজাতককে দেখতে গিয়েছিলেন। প্রিন্স চার্লস বললেন, শিশুটি দেখতে অপরূপ। উচ্ছ্বসিত মিসেস মিডলটনও বললেন, শিশুটি দেখতে খুব সুন্দর হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button