ইন্টারনেট গতিতে শীর্ষে স্টকহোম
আহমেদ ইফতেখার: বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবহারে শীর্ষস্থানীয় ১৫টি শহরের মধ্যে রয়েছে স্টকহোম, লন্ডন, সিঙ্গাপুর, প্যারিস, কোপেনহেগেন, অসলো, হংকং, নিউ ইয়র্ক, হেলসিংকি, টোকিও, লস অ্যাঞ্জেলস, মিয়ামি, সিউল, তাইপে ও সিডনি। এই শহরগুলো বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের তালিকার শীর্ষস্থানে রয়েছে। এ দিকে আফ্রিকার দেশগুলোর মধ্যে মোবাইল ইন্টারনেটের গতিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে জোহানেসবার্গ।
এখানকার মোবাইল ইন্টারনেটের গতি বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কিছু দেশের মতোই উন্নত। আর মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষস্থানে রয়েছে সুইডেনের রাজধানী স্টকহোম। শহরটির বাসিন্দারা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ গতির মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। সম্প্রতি ২০১৩ এরিকসন নেটওয়ার্কড সোসাইটি সিটি ইনডেক্সে এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি খাতে উন্নত ৩১টি শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার শীর্ষস্থানে রয়েছে সুইডেনের রাজধানী স্টকহোমের নাম। প্রতিবেদন অনুযায়ী এ শহরের মোবাইল ইন্টারনেটের গতি সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। শুধু মোবাইল ইন্টারনেটের গতিতেই নয়, তথ্যপ্রযুক্তি খাতের অন্য শাখায়ও শহরটি বিশ্বে প্রথম। আফ্রিকার খুব কম দেশই এ তালিকার শীর্ষে উঠে আসতে সম হয়েছে।
জোহানেসবার্গের পাশাপাশি এ তালিকায় আরো রয়েছে মিসরের কায়রো ও নাইজেরিয়ার লাগোসের নাম। তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় দেশগুলোর এ তালিকায় কায়রোর অবস্থান ২৭তম ও লাগোসের ২৯তম। জোহানেসবার্গের বর্তমান বাসিন্দা ৩২ লাখ। এ কারণেই দণি আফ্রিকার এ শহরের গুরুত্ব দেশটির কাছে অনেক বেশি। জোহানেসবার্গের মতো শহরের তথ্যপ্রযুক্তি খাতের উন্নতি সমগ্র আফ্রিকাকে উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মোবাইল ডিভাইসগুলোর দ্রুত প্রসারের কারণে বিভিন্ন দেশ ও তাদের প্রতিষ্ঠানগুলো তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে। মোবাইল ডিভাইসের কারণে এ খাতে প্রতিযোগিতার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন দ্রুত হচ্ছে।