বৃটিশ রকস্টারের ৩৫ বছরের কারাদণ্ড
শিশুদের ওপর যৌন নিীপীড়নের অপরাধে বৃটেনের সাবেক এক রকস্টারকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারডিফ ক্রাউন কোর্টের বিচারক জানিয়েছেন, রক গ্রুপ লস্ট প্রফেটস এর লিড গায়ক আয়ান ওয়াটকিন শিশুদের নিপীড়ন করে আনন্দ পেতেন। এ জন্য তার আচরণে কোন ধরনের অনুশোচনাই নেই। যুক্তরাষ্ট্র এবং জার্মানির মতো যেসব দেশে তিনি সফরে গিয়েছেন সেসব দেশে তিনি এ ধরনের কোন অপকর্মে জড়িত ছিলেন কিনা পুলিশ এখন এ বিষয়টি খতিয়ে দেখছেন। ৩৬ বছর বয়সী ওয়াটকিনস ১৩টি শিশু নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। নিপীড়িত দুই শিশুর মাও তার সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন। ওয়েসভিত্তিক ব্যান্ডটির ৩০ লাখের বেশি সিডি বিক্রি হলেও অক্টোবরে ওয়াটকিনসের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গ্রুপটি ভেঙে গেছে। প্রসিকিউটর ক্রিস ক্লি তাকে দৃঢ়সংকল্পবদ্ধ এবং প্রত্যয়ী শিশু নিপীড়ক বলে উল্লেখ করেছেন।