নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন
৫ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানে না ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় ইউরোপিয়ান দেশগুলোর সংগঠনটি।
ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র ক্যাথেরিন অ্যাশটন আজ এক বিবৃতিতে বলেন, তারা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছেন যে ‘জাতিসঙ্ঘের উদ্যোগসহ অতিসম্প্রতি নানা চেষ্টা সত্ত্বেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।’
তিনি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং সব রাজনৈতিক নেতাকে বাংলাদেশের জনগণকে তাদের গণতান্ত্রিক পছন্দ প্রকাশ করার অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর প্রস্তুতি এখন স্থগিত রাখবে।
তিনি আরো বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মতো রাজনৈতিক পরিবেশে নির্বাচন পর্যবেক্ষণে প্রস্তুত।