কাজী জাফর জাতীয় পার্টির চেয়ারম্যান
কাউন্সিলে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে চেয়ারম্যান এবং গোলাম মসিহকে মহাসচিব করে জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস কাবে পার্টির বিশেষ কাউন্সিলে নতুন এই কমিটি গঠন করা হয়।
এছাড়াও পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন টিআইএম ফজলে রাব্বি, কাজী মাহমুদ হাসান, জাহাঙ্গীর হোসেন আদেল, মুজিবুর রহমান যুক্তিবাদী, এসএম আলম, এইচএম গোলাম রেজা, খালেকুজ্জামান চৌধুরী, আনোয়ারা বেগম, গোলাম মোস্তফা, নওয়াব আলী আব্বাস খান।
কাউন্সিলের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কাজী জাফর আহমেদ।
নির্বাচনকালীন সরকারে যোগ দেয়া নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ নভেম্বর কাজী জাফরকে বহিষ্কারের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। পরে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এরশাদকেই পাল্টা বহিষ্কারের ঘোষণা দেন কাজী জাফর। এ ঘটনার ধারাবাহিকতায় গোলাম মসিহসহ জাতীয় পার্টির আরো কয়েকজন প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল করার ঘোষণা দেন কাজী জাফর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস কাব মিলনায়তনে সেই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে হুসেইন মুহম্মদ এরশাদকে বহিষ্কার করা হয়।