২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা
মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ সম্মেলন বিশ্ব ইজতেমা ২৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে টঙ্গী তুরাগ নদীর তীরে। এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পবের্র তিনদিনের ইজতেমা শুরু হবে ২৪-২৫-২৬ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারী থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে বিশ্ব ইজতেমা।
ইজতেমাকে সফল করতে শুক্রবার থেকে তাবলীগ জামায়াতের পাঁচদিনের জোড় শুরু হয়েছে ইজতেমা ময়দানে।
জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ অনুসারী তিন চিল্ল্ল্লার সাথীরা ইজতেমা ময়দানে শরিক হয়েছেন। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় রয়েছে পর্যাপ্ত পুলিশ র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
জোড় সম্মেলনে ২০১৪ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা সফল করতে সব প্রস্তুতি ও কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা দেয়া হবে।
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ও মো.সিরাজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শুক্রবার থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপি জোড় ইজতেমা। জোড় ইজতেমা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবরোধের কারণে ইজতেমামুখী মুসল্ল্লিদের ময়দানে পৌঁছতে বেশি কষ্ট হবে। মুসল্লিরা দেশের বিভিন্ন স্থান থেকে পরিবহনে আসতে না পারলেও পায়ে হেঁটে ময়দানে যোগ দেবেন ইনশাল্ল্লাহ।