আটকের পর কাসেমীকে ছেড়ে দেয়া হয়েছে
ঢাকা মহানগর হেফাজতের আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীকে ছেড়ে দেয়া হয়েছে। রোববার বেলা পৌনে একটার দিকে বারিধারার কার্যালয় থেকে র্যাবের সাদা পোশাকধারি এক কর্মকর্তা তাকে সদরদপ্তরে নিয়ে যান বলে ওই কার্যালয়ে উপস্থিত হেফাজত নেতারা জানিয়েছিলেন। পরে বেলা ৩টার কিছু আগে তাকে ছেড়ে দেয়া হলে তিনি নিজ মাদ্রাসায় ফিরে আসেন।
ফিরে আসার পর কাসেমী সাংবাদিকদের জানান, র্যাব কর্মকর্তারা তাকে উঠিয়ে নেয়ার পর আগামী ২৪ তারিখের মহাসমাবেশ পিছিয়ে নির্বাচনের পর অর্থাৎ আগামী ৫ জানুয়ারির পর করতে অনুরোধ জানিয়েছেন। জবাবে তিনি বলেছেন এ কর্মসূচী নির্ধারণের বিষয়ে তার একার পক্ষে কিছু করা সম্ভব নয়। আল্লামা শফিসহ হেফাজতের শীর্ষ নেতারা এ কর্মসূচী নির্ধারন করেছেন। তাই তা পিছানোর বিষয়ে তাদের সিদ্ধান্তই চুড়ান্ত।