২০ রামাদ্বান বিশ্বনাথ মাদ্রাসার লাইভ ফান্ড রাইজিং সফলের আহ্বান

Bishwaগত ১৫ জুলাই ঐতিহাসিক বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার উদ্যোগে পূর্ব লন্ডনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম ও সূধীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ২০ রমজান বাংলা টিভি (স্কাই ৭৮৬) তে অনুষ্ঠিতব্য ফান্ড রেইজিং প্রোগ্রাম কে সফল করে তোলার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বাংলা টিভির নির্বাহী প্রধান জনাব তাজ চৌধুরী, মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট জেনারেল সেক্রেটারী হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও অন্যান্য নেতৃবৃন্দ। বাংলা টিভির সিইও তাজ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন যে আমি নিজে বিশ্বনাথ মাদানিয়া মাদরাসা ও পৃথক বিশাল মহিলা মাদরাসা পরিদর্শন করে রীতিমত অবাক হয়েছি এবং প্রতিষ্ঠানটির অভূতপূর্ব সাফল্য আমার জন্য অনুপ্রেরণার উৎস। মুফতি আবদুল মুনতাকিম তাঁর বক্তব্যে বলে বিশ্বনাথ মাদরাসা সিলেট তথা বাংলার মুসলমানদের জন্য গর্বের ধন। যদি প্রবাসী সকল এগিয়ে আসেন তাহলে এক বড় মাপের ইউনিভার্সটিতে পরিণত করা কোন ব্যাপার নয়। এজন্য রেইজিং প্রোগ্রাম কে সফল করে গেল খুবই জরুরী এবং সকলের এগিয়ে আসা উচিৎ। সেক্রেটারী হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী তাঁর বক্তব্যে বলেন যে বিশ্বনাথ মাদরাসা দীর্ঘ প্রায় ৫৫ বছর যাবত দ্বীনের অসাধারণ খেদমত আঞ্জাম দিচ্ছে এবং প্রতিষ্ঠানটির বহুমূখি অবদান দেশ ও জাতীর জন্য অশেষ কল্যাণ বয়ে আনছে। আগামী ২০ রজমানের ফান্ড রাইজিংয়ের মাধ্যমে ১৫০ হাজার পাউন্ডের লক্ষ্য এচিভ করার জন্য দ্বীন দরদী সফল মুসলমানদের কে স্বতঃস্ফূর্ত সাড়া দেয়া উচিৎ। বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক মাওলানা শাহ জাপর আহমদ তাঁর বক্তব্যে বিশ্বনাথ মাদরাসার বিভিন্ন প্রজেক্টের ভূয়সী প্রসংশা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button