লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে : আলহাজ্ব আশফাক আহমদ

Sylhetসিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শরীর ও মনের বিকাশ ঘটে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি অত্যন্ত মনোযোগী। হারিয়ে যাওয়া অনেক খেলা এ সরকারের আমলে উজ্জীবিত হচ্ছে। বিশ্বের দরবারে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে।
গতকাল ২৫ জুলাই, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বার্ষিক বরাদ্দকৃত উন্নয়ন তহবিল থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বাদঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রভু রঞ্জন সরকার, জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, পুরান কালারুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মালিক, সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক দেব্রেন্দ্র কুমার সিংহ, হাজী আব্দুস সামাদ একাডেমীর প্রধান শিক্ষক ফখর উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছে। উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি আরো আগ্রহী করছে। তাই বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করে আগামী দিনে শিক্ষার উন্নয়ন বিকশিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
উল্লেখ্য, ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট সামগ্রী, ভলি বল, হ্যান্ড বল ও দাবা সামগ্রী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button