বিদেশি পর্যবেক্ষক না এলে কিছু করার নেই : সিইসি
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না এলে ইসির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় অফিস শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
রকিবউদ্দীন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কোনো বিদেশি পর্যবেক্ষক না এলে আমাদের কিছু করার নেই। স্থানীয় পর্যবেক্ষক এবং দেশি সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আমাদের দায়িত্ব ছিল তাদের (বিদেশি পর্যবেক্ষক) দাওয়াত দেয়া, আমরা দাওয়াত দিয়েছি। আসা, না আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা আছে- সেটা বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন।
নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না বলেও মন্তব্য করেন সিইসি।
প্রার্থীদের হলফনামার তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের আপত্তির জবাবে সিইসি বলেন, হলফনামার তথ্য এর আগেও প্রকাশ করা হয়েছে। আইনে কি আছে আমরা তা দেখব।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণে আসবে না বলে জানিয়েছে।