বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন
প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে রোগীকে সর্বোচ্চ পাঁচ বছর বাঁচিয়ে রাখার সাফল্য দেখিয়েছেন চিকিৎসকেরা। সম্প্রতি ৭৫ বছর বয়সী এক ফরাসি নাগরিকের দেহে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে এই সাফল্য এসেছে। এর মাধ্যমে অতিরিক্ত পাঁচ বছর বেঁচে থাকার স্বপ্ন দেখছেন ওই বৃদ্ধ। ১৯৬০ সাল থেকে এই পদ্ধতি ব্যবহার করছেন গবেষক ও চিকিৎসকেরা। তবে এত দিন হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা গেলেও এটি রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যেত না। তবে গবেষকদের নতুন এই সাফল্যে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিন্তের উন্মোচন হলো। টাইমস অব ইন্ডিয়া।