ব্র্যাক ব্যাংকের শাখা থেকে পাঁচ লাখ জাল টাকা উদ্ধার
টঙ্গীবাজারের ব্র্যাক ব্যাংকের শাখা থেকে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর সোমবার রাত আটটার দিকে ব্যাংকের ক্যাশ ডেস্ক ও ড্রয়ার তল্লাশি চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ব্যাংক থেকে জাল টাকা দেয়া হয়েছে বলে এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে এ ঘটনা প্রকাশ পায়। ব্যাংকের ওই শাখার ম্যানেজার এম সাব্বির হোসেন ওই অভিযোগে ক্যাশ ডেস্কে তল্লাশি করে এর সত্যতা পান। তল্লাশীর সময় ব্যাংক শাখার ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস অফিসার মারুফ হাসান কৌশলে পালিয়ে যান। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এ ব্যাপারে পুলিশ ব্যাংকের ক্যাশ ডেস্ক, ক্যাশ কক্ষ ও ক্যাশ পরিচালনার বিভিন্ন ড্রয়ার তল্লাশি করে ওই রাতে পাঁচ লাখ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত সকল টাকা জাল।
পুলিশ জানায়, ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস অফিসার মারুফ হাসান জাল টাকা তৈরি চক্রের সাথে জড়িত রয়েছেন। এর আগেও গ্রাহকেরা ওই ব্যাংকের ক্যাশ থেকে জাল টাকা নিয়ে হয়রানির শিকার হয়েছেন।
এ ঘটনায় ব্যাংকের ওই শাখার ম্যানেজার এম সাব্বির হোসেন ব্যাংক শাখার ক্যাশ এন্ড ক্রেডিট সার্ভিস অফিসার পলাতক মারুফ হাসানকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। তবে তাকে এ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।