ঝড়ো বাতাস ও বৃষ্টিতে ব্রিটেনে নিহত ২
ব্রিটেনের কিছু অংশে সোমবার ঝড়ো বাতাস ও প্রচন্ড বৃষ্টিতে ২ জন মারা গেছেন। ব্রিটেনের কামব্রিয়া পুলিশের পরিদর্শক চিস রাইট বলেন, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে নদীর পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছে। সেখানে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অনেক বেশি বলে তিনি জানান। এ ছাড়া উত্তর ওয়েলসে নদীর পানিতে ভেসে গেছে অপর এক নারী।
এদিকে ব্রেস্ট থেকে ২২০ কিলোমিটার দূরে ফ্রেঞ্চ উপকূলের উত্তর পশ্চিমে ক্ষতিগ্রস্ত একটি কার্গো জাহাজ থেকে পড়ে রাশিয়ার এক ব্যক্তি মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
ফ্রান্সের উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় ঝড়ের তান্ডবে প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। ব্রিটানি ও নরমান্ডি এলাকায় বিমান ও রেল যোগোযোগ বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া লন্ডনের হিথরো বিমানবন্দরে প্রায় ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটেনে ট্রেন যোগাযোগও অনেকাংশে বন্ধ রয়েছে। ফ্রান্স থেকে ব্রিটেনের ফেরি যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে।
ডোভারের দ্য সাউথ ইংল্যান্ড বন্দর সোমবারস ঘোষণা করেছে, তারা বন্দর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। এদিকে বৈরি আবহাওয়ার কারণে লন্ডনে থিম পার্ক উইন্টার ওনডারল্যান্ড ও হাইড পার্কে ক্রিসমাস মার্কেটও নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়। বড়ো দিনের আগে আগে বৈরি এ আবহাওয়ায় ইউরোপের অধিকাংশ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।