প্রথমবারের মত ওয়ার্ল্ড ফোরাম লিলে বাংলাদেশ
ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফোরাম লিলে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিয়েছে বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড আপ্পারেলস লিমিটেড। গত ২৩ থেকে ২৫ অক্টোবর তা অনুষ্ঠিত হয়। এতে বেক্সিমকর প্রতিনিধিত্ব করেন মানব সম্পদ অ্যান্ড কমপ্লিয়ান্স এর ডি জি ম খালিদ শাহরিউর। তিনি বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড আপ্পারেলস লিমিটেডের সি এস আর কার্যপ্রণালী বিশদ ভাবে উপস্থাপন করেন। এতে ওয়ার্ল্ড ফোরাম লিলের বাংলাদেশ প্রতিনিধি এবং NaxRo কন্সালটিং ফার্মের সি ই ও মোহাম্মাদ শাহরিয়ার নাফিছ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিএসর এর উপর কাজ করা একটি কোম্পানিকে ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। সি এস আর এর ওপর কাজ করার অনুপ্রেরণা হিশেবে এ ফোরাম কাজ করে।
NaxRo বাংলাদেশ থেকে কোম্পানি নির্বাচন করার সার্বিক পরামর্শ ও প্রক্রিয়া তত্ত্বাবধান করে। বিজ্ঞপ্তি