জানুয়ারী থেকে মধ্যপ্রাচ্যের নাগরিকদের জন্য ইউকে ভিসা ফ্রি

Teresa Mayওমান, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতের জন্য সম্পূর্ণ ফ্রি ভিসার ঘোষণা দিয়েছে ইউকে সরকার। স্বল্প মেয়াদে ব্যবসা অথবা অধ্যায়নের জন্য ২০১৪ সালের জানুয়ারী থেকে অনলাইনে ফ্রি ভিসা আবেদন করতে পারবেন ওই সব দেশের নাগরিকরা। গত সোমবার এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন ইউকে হোম সেক্রেটারী থেরেসা মে।
হোম সেক্রেটারী বলেন, আগামী জানুয়ারী থেকে ওমান, কাতার এবং আরব আমিরাতের নাগরিকদের ভিসা ফি দিতে হবেনা। স্বল্প মেয়াদ(৬মাস) ভ্রমণের জন্য অনলাইনে আবেদন করে ইলেক্ট্রনিক ভিসা ওয়েভার(ইভিডব্লিউ) সংগ্রহ করতে হবে। এজন্য কোন ফি নেওয়া হবেনা। এমনকি ভিসা আবেদন করতে বায়োমেট্রিক বা অ্যটেন্ড কোন ধরনের তথ্য চাওয়া হবেনা। ভ্রমণকারীদের সুবিধার্থে মাল্টি ভিজিট ভিসার ব্যবস্থাও রয়েছে। আবেদন পক্রিয়ার বিস্তারিত নির্দেশনা হোম অফিস ওয়েবসাইটে জানা যাবে।
থেরেসা মে বলেন, সত্যিকারের ভ্রমণকারীদের জন্য ইউকের বর্ডার সবসময় খোলা। এনজয়, স্টাডি অথবা বিজনেস সকল শ্রনীর ভ্রমনকারীদের স্বাগত জানায় ইউকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button