খালেদার আন্দোলন অবাস্তব : আমু

নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী নেতার আন্দোলন কর্মসূচি অবাস্তব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। বিরোধী নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ২৯শে ডিসেম্বর ঢাকামুখি পদযাত্রা ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া প্রতিক্রিয়ায় আমির হোসেন আমু একথা বলেন। দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী নেতা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনের কথা বললেও আসলে তিনি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলন করছেন। আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছিল তখনকার প্রেক্ষাপটে। কারণ এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল সে সময়ের ভোটার তালিকায়। আর বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকারের প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে। সেখানে কোন অনিয়ম হয়নি। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন করে এরই ধারাবাহিকতার প্রমাণ দেবেন। সরকারি দল সংলাপ বন্ধ করেনি উল্লেখ করে সরকারি দলের এ নেতা বলেন, বিরোধী নেত্রী যে অভিযোগ করেছেন তা সত্য নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button