বিরোধী দলের আন্দোলন জঙ্গিবাদ : শেখ হাসিনা

PMআওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া কর্মসূচির প্রতিক্রিয়া বলেছেন, বিরোধী দলের এ আন্দোলন গণমানুষের আন্দোলন নয়, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির আন্দোলন। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান এসোসিয়েশনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন।
আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথে না এসে তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েমের আন্দোলনে নেমেছেন। বেগম জিয়া বুঝতে পেরেছেন- জনগণ তার সাথে নেই। এভাবে কিছুই হবে না। নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। তাই তিনি গণআন্দোলনের নামে সন্ত্রাসী পথ বেছে নিয়েছেন। আন্দোলনের নামে মানুষ হত্যা, বাসে আগুন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এগুলো জঙ্গিবাদী কর্মসূচি।
তিনি বলেন, আমি যখনই ওনাকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি, তখনই পেয়েছি আল্টিমেটাম।
তিনি বলেন, ভবিষ্যতে আর যাতে কখনো দেশে অগণতান্ত্রিক কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সংবিধান সংশোধন করা হয়েছে।
প্রসঙ্গত, বিরোধী দলের নেতা মঙ্গলবার সন্ধ্যায় ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button