মিসরের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সময়ের প্রধানমন্ত্রী হিশাম কান্দিলকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। দেশটির পুলিশ সদর দফতরে শক্তিশালী গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে তাকে গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাবেক প্রধানমন্ত্রী হিশাম কান্দিল পাচারকারীর সঙ্গে সুদানে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হন। কায়ারোর বাইরে মরুভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিসরের অজনপ্রিয় প্রধানমন্ত্রী কান্দিল গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তুলনামূলকভাবে অতি সাধারণ জীবনযাপন করছেন।
সেনা সমর্থিত সরকারের সঙ্গে উত্তেজনা প্রশমনের চেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন বৈঠকে মুরসিপন্থী গ্রুপের একটি জোটের তিনি প্রতিনিধিত্ব করেন।
গত আগস্টে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশ ব্যাপক দমনপীড়ন শুরু করে। এতে রাজপথে ভয়াবহ সংঘর্ষে সহস্রাধিক লোক নিহত হয়।