টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা অর্থমন্ত্রীর

রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। বুধবার বিকালে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টি টুনামেন্ট’ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ জানুয়ারির মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে ২০১৪ সালের অনুষ্ঠিতব্য বিশ্বকাপ টি-২০ ক্রিকেটের আয়োজন বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হতে পারে। এতে সরকারের কিছুই করার থাকবে না।
আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এর দায় নিতে হবে।
প্রসঙ্গত, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কায় আছেন আইসিসিসহ সংশ্লিষ্টরা। এজন্য প্রতিবেশী দেশ ভারতে দু’টি মাঠ তৈরি রাখাও হয়েছে বলে সে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
সমপ্রতি ওয়েস্টইন্ডিজের অনুর্ধ-১৯ দলের খেলোয়াড়রাও দেশে চলে যান। ফলে সেই সিরিজটি বাতিল করতে বাধ্য হয় বিসিবি।
এছাড়া দেশে সমপ্রতি পাকিস্তানবিরোধী ইস্যুতে হাইকমিশন ঘেরাওসহ বিভিন্ন ক্রিয়া-প্রতিক্রিয়ার কারণে পাকিস্তান ক্রিকেট দলও বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-২০ ক্রিকেটে অংশ নিতে অনিহা প্রকাশ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button