কমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারাপাড়া এলাকায় সিএনজি অটোরিঙা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হলেন- দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ইয়াছমিন বেগম (৩০), তার মেয়ে জান্নাত (৫), সিএনজির চালক দাউদকান্দি তুজারভাঙ্গা গ্রামের বাদশা মিয়ার পুত্র আ. মতিন (৩৫) ও সিএনজি যাত্রী উপজেলার রিষিপাড়া গ্রামের ফুলচাঁন মিয়ার পুত্র বেলু মিয়া (৪০)।
আহতরা হলেন- মনু মিয়া (৪৫), সাহিদা বেগম (৪০), সুজন (২৮), রুবাইয়া (১০), ইয়াছসিন (৩) ও হেনা ইসলাম। আহত অপর দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, সন্ধ্যায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতগামী সিএনজি অটোরিঙার মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির ১২ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতের স্থানীয় গৌরীপুর হাসপাতালে নিলে ৪ জন মারা যায়। আহত ৮ জনের মধ্যে আশঙ্কাজন অবস্থায় ৪ জনকে ঢাকায় প্রেরণ এবং অপর ৪ জনকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।