আমেরিকা ও কানাডায় ভয়াবহ তুষার ঝড়, নিহত ৩০
আমেরিকা ও কানাডায় ভয়াবহ তুষার ঝড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া, তুষার ঝড়ের পর বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে পাঁচ লাখের বেশি মানুষ। মিশিগান থেকে মেইনে এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের এসব মানুষকে বুধবার পর্যন্ত বিদ্যুতবিহীন অবস্থায় থাকতে হবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, আজ থেকে উত্তরের উঁচু সমতলভূমি ও মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকা এবং গ্রেট লেক অঞ্চলে আরো তুষার পড়তে পারে।
গণমাধ্যমের খবর থেকে জানা গেছে- নিহতদের মধ্যে অন্তত ১৪ জন আমেরিকায় মারা গেছে। বাকি ১৬ জন মারা গেছে কানাডায়। এর মধ্যে অন্তত পাঁচজন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। এছাড়া, আরো কয়কজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে কার্বন মনো-অক্সাইডে অসুস্থ হয়েছেন। গতকাল থেকে কানাডায় ভয়াবহ ঠাণ্ডা আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।