বড়দিনে আশ্রয়ের খোঁজে হাজার হাজার ব্রিটিশ উদ্বাস্তু
বড়দিনের সময় ঘর-বাড়ি হারা হাজার হাজার ব্রিটিশ উদ্বাস্তু জরুরি সহায়তার খোঁজে ভিড় করছে বলে সতর্ক করেছে দেশটির একটি দাতব্য সংস্থা ‘ক্রাইসিস’।
সংস্থাটি জানিয়েছে, বড়দিনের উতসবের সময় দেশজুড়ে সংস্থাটির বিভিন্ন অফিসে উদ্বাস্তু ও ভবঘুরেসহ চার হাজার মানুষ জরুরি সহায়তার জন্য ধর্না দিয়েছে।
সহায়তা প্রার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে বলে জানায় ক্রাইসিস।
দেশটিতে বেকারত্ব, জনগণের সুযোগ সুবিধা ছাঁটাই, উচ্চ বাসা ভাড়া ও সাধ্যের মধ্যে ঘর না পাওয়াকে দায়ী করে সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থাটির প্রধান নির্বাহী লেসলি মরফি জানান, “আমাদের একটি প্রজন্ম হারিয়ে যেতে বসেছে। প্রায় লাখ খানেক বেকার, অল্প মজুরি, সুযোগ-সুবিধা ছাঁটাইসহ বিভিন্ন কারণে এই গ্রুপটি ঝুঁকির মধ্যে রয়েছে
দাতব্য সংস্থাটি জানিয়েছে, এসব উদ্বাস্তুর মধ্যে রাজধানী লন্ডনের রাস্তায় ঘুমায় এমন ২৫ বছরের কম বয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছে। গত তিন বছর এসব উদ্বাস্তুর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানায় ক্রাইসিস।
উদ্বাস্তুদের ওপর চালানো এক জরিপে দেখা যায়, ইংল্যান্ডের ১৬ থেকে ২৪ বছর বয়সী ৮ শতাংশ উদ্বাস্তু ২০০৮ সাল থেকে পথে পথে জীবন যাপন করছে।
গৃহহীন মানুষদের ওপর এক গবেষণা রিপোর্টে বলা হয়, ইংল্যান্ডে প্রতি বছর প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষ এর কবলে পড়ছে।