আটকের পর ছাড়া পেলেন ড. আর এ গণি
বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আর এ গণিকে আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “আটকের আধাঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।” তবে কী কারণে তাকে আটক করা হয়েছিল সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিরোধীদলীয় নেতার গুলশানের বাসায় প্রবেশ করতে চাইলে সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটক করে ডিবি পুলিশ।
দুপুরে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুখ খালেদা জিয়ার বাসায় যেতে চাইলে তাকে আটকের চেষ্টা করা হয়। পরে তিনি সেখান থেকে গাড়িযোগে সটকে পড়েন।
আগামী ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা এবং কার্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।