মুসলিম পর্যটকদের জন্য ওয়েবসাইট

Binoমুসলিম ভ্রমণকারীদের সুবিধার্থে চালু হয়েছে একটি ওয়েবসাইট৷ সেখানে গেলে একজন পর্যটক তার বেড়ানোর স্থানে মসজিদ আর হালাল খাবারের হোটেলের ঠিকানা সহজেই খুঁজে পাবেন৷
অস্ট্রিয়ার একটি প্রতিষ্ঠান গত জুনে ওয়েবসাইটটি চালু করেছিল৷ এরপর সিঙ্গাপুরের ক্রিসেন্টরেটিং কোম্পানি সেটা কিনে নিয়ে নতুন করে শুরু করেছে৷ ‘হালালট্রিপ ডটকম’ নামের ওয়েবসাইটটিতে হালাল রেস্টুরেন্ট ও মুসলমানদের জন্য ভ্রমণ উপযোগী স্থানগুলোর তথ্য রয়েছে৷
ক্রিসেন্টরেটিং এর প্রধান নির্বাহী ফজল বাহারদিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, মুসলিম পর্যটকদের জন্য যাতায়াত থেকে শুরু করে হোটেল বুকিং পর্যন্ত সব সুবিধা সমৃদ্ধ এ ধরনের ওয়েবসাইট বিশ্বে এটাই প্রথম৷
এর মাধ্যমে বিশ্বের ৪ লাখ হোটেল থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন একজন পর্যটক৷ সেই সঙ্গে থাকছে বিমান ও ট্যুর প্যাকেজের ব্যবস্থাও৷ জুনে যখন প্রথম এই ওয়েবসাইটটি চালু করা হয় তখন মাত্র ১,০০০ হোটেলে বুকিং দেয়া যেত৷
রিজারভেশন ফার্ম ‘বুকিং ডট কম’ এবং ট্রাভেল সার্চ ইঞ্জিন ‘ওয়েগো ডট কম’ – এই দুই পার্টনারের মাধ্যমে পর্যটকরা খুব সহজেই এই সাইটের সাহায্যে হোটেল এবং হালাল রেস্তোরাঁ খুঁজে পাবেন৷ এছাড়া মসজিদসহ নানা দর্শনীয় স্থানের তালিকাও রয়েছে ঐ গ্লোবাল ডিরেক্টরিতে৷
ইস্তান্বুল, বেইজিং এবং কুয়ালালামপুরের মতো মুসলিম অধ্যুষিত দেশগুলোর হোটেল রেস্তোরা রয়েছে এই তালিকায়৷ কোম্পানিটি জানিয়েছে, সাইটটি আরবি এবং অন্যান্য ভাষায় করার চেষ্টা করছেন তারা৷
উল্লেখ্য, বিশ্বে মুসলিম পর্যটকদের সংখ্যা বাড়ছে৷ ২০১১ সালে মুসলিম পর্যটকরা ভ্রমণ খাতে ব্যয় করেছেন ১২৬ বিলিয়ন ডলার৷ ২০২০ সালে এই ব্যয় ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা ক্রিসেন্টরেটিং এর প্রধান পরিচালন কর্মকর্তা ড্যানি বোলডাকের৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button